মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস

 

মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস নিয়ে অনেকেই বিভিন্ন বিষয় জানতে চান। নাক কান ফোঁড়ানোর ব্যাপারটি সেই রাসূলের যুগ থেকে শোনা যায়। মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস আসলে কি বলে? প্রিয় দ্বীনি ভাইয়েরা আজ আপনাদের সামনে এই পোস্টে মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব।
মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য অনেকেই নাক কান ফোঁড়ায় এবং তাতে গহনা ব্যবহার করে থাকে। আজ এই পোস্টে মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস, মেয়েরা নাক ফুল কেন পড়ে, কান ফোঁড়ানোর পর ইনফেকশন হলে করণীয়, ছেলেদের কান ফোঁড়ানো কি জায়েজ ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত তুলে ধরে ধরব। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্র - মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস সম্পর্কে জানুন

মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস

হাদিসের কিতাবগুলোতে মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস নিয়ে অসংখ্য বর্ণনা এসেছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, "রাসূল (সাঃ) ঈদুল ফিতরে দুই রাকাত নামায আদায় করেন। এর পূর্বে ও পরে কোন নামায আদায় করেননি। অতঃপর তিনি মহিলাদের কাছে আসলেন। সাথে ছিল বেলাল (রাঃ)। তারপর তিনি মহিলাদের দান করতে আদেশ দিলেন। তখন মহিলারা তাদের কানের দুল ও গলার হার দান করতে লাগল।" {বুখারী, হাদীস নং-৯৬৪, ৯২১}।
আরও একটি হাদিসের একাংশের বর্ণনায় এসেছে, "একাদশতম মহিলা বলল, আমার স্বামী আবু যারআ। তার কথা আমি কী বলবো? সে আমাকে এত অধিক গহনা দিয়েছে যে, আমার কান ভারী হয়ে গেছে। আয়শা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) আমাকে বললেন, "আবু যারআ' তার স্ত্রী উম্মে যারআর জন্য যেমন আমিও তোমার প্রতি তেমন" [বুখারী, হাদীস নং- ৫১৮৯, ৪৮৯৩]। এসকল হাদিস থেকে স্পষ্ট যে রাসুলের যুগেই মেয়েরা নাক কানে গহনা ব্যবহার করতো এবং এসকল গহনা ব্যবহার করতে অবশ্যই নাক ফোঁড়াতে হতো। অতএব, মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস অনুযায়ী তাদের নাক কান ফোঁড়ানো অবশ্যই জায়েজ আছে। 

মেয়েরা নাক ফুল কেন পরে

মেয়েরা মূলত সৌন্দর্য চর্চা বেশি করে থাকে। তারই অংশ হিসাবে নাক ফুল পরে থাকে। একটা সময় কেবল বিবাহিত নারীরাই নাক ফুল পরতো। বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় মূলত এ অলঙ্কার পরতো। আদি সমাজ ব্যবস্থায় মনে করা হতো স্ত্রীর নিঃশ্বাস-প্রশ্বাস বা দীর্ঘশ্বাস যাতে স্বামীর গায়ে না লাগে সেজন্য এ গয়নাটি তার একটি ঢাল হিসেবে কাজ করবে।
কিন্তু বর্তমানে কেবল নিজের নাক কানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই মেয়েরা নাকফুল ইউজ করে থাকে। আর মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিসগুলোতে নাকফুল পরা সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং সেযুগেও নারীরা অলংকার পরার জন্য নাক কান ফোঁড়াতো।

নাক কান ফোঁড়ানোর পর করণীয়

জরিপ করলে দেখা যাবে অধিকাংশ নারীই নাক কানে গহনা পরতে পছন্দ করে। গহনা পরার জন্য তারা বিভিন্ন উপায়ে নাক কান ছিদ্র করে থাকে। বর্তমানে মেয়েদের বিউটি পার্লারে নাক ফোঁড়ানোর প্রচলন অত্যাধিক মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। যেখানে আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে খুব সহজেই নাক কান ফোঁড়ানো হচ্ছে। নাক কান ফোঁড়ানোর সময় একটু অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে। তাই নাক কান ফোঁড়ানোর পর করণীয় কিছু বিষয় অবশ্যই পালন করতে হবে।

নাক-কান ফোঁড়ানোর অন্তত ৩/৪ দিন পর পিয়েরসিং রিং খুলে ফেলতে হবে। ফোঁড়ানোর পর অঙ্গে যেন ধুলো-ময়লা না লাগে সেদিকে বাড়তি মনোযোগ দিতে হবে। তা না হলে নাক কানে ইনফেকশন হয়ে যেতে পারে। তাই অপরিষ্কার পানি দিয়ে মুখ বা ত্বক পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। প্রতিবার পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফোঁড়ানো জায়গায় উপযুক্ত অ্যান্টিবায়োটিক মলম লাগাতে হবে। 
এছাড়া কান ফোঁড়ানোর পর ইনফেকশন হলে ক্ষতস্থানে পুঁজ জমে পেকে যেতে পারে। এমতাবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিতে হবে। অতঃপর ডাক্তারের নির্দেশ মোতাবেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে দিতে হবে। কান ফোঁড়ানোর পর পেকে গেলে ক্ষতস্থান যেন জীবাণুমুক্ত এবং ধুলোবালিমুক্ত থাকে সে ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই ক্ষতস্থান শুকানোর আগে যেন ভেজা না থাকে এ ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতে হবে। মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিসগুলোতে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই সেহেতু নাক কান ফোঁড়াতে কোনো বাধা নেই।

ছেলেদের কান ফোঁড়ানো কি জায়েজ? 

মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিসগুলোতে মেয়েদের নাক ফোঁড়ানো জায়েজ আছে। তাহলে কি ছেলেদেরও জায়েজ আছে? এ ব্যাপারে একটি হাদিস উল্লেখযোগ্য, "ওইসব পুরুষের উপর আল্লাহর রাসূলের অভিশাপ, যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে" [সহিহ বুখারি, হাদিস নং- ৫৮৮৫]। সুতরাং, এ হাদিসের সনদ থেকে বোঝা যায় ছেলেদের কান ফোঁড়ানো জায়েজ নেই। বরং যে ছেলে এই কাজ করবে সে অভিশপ্ত ও গুনাহগার হয়ে যাবে।

উপসংহার - মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস 

প্রিয় পাঠক, পুরো পোস্টটি পড়ে আশা করি মেয়েদের নাক কান ফোঁড়ানোর হাদিস সম্পর্কে অবগত হয়েছেন। এছাড়াও নাক কান ফোঁড়ানোর পর করণীয় বিষয়গুলোও বুঝতে পেরেছেন। এ-ধরনের আরও মাসয়ালা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে আমাদের সাথেই থাকুন। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url