সাধারণ জ্ঞান (১.০) মডেল টেস্ট বিএসসি নার্সিং ও ডিপ্লোমা নার্সিং
বিএসসি নার্সিং ও ডিপ্লোমা নার্সিং সাধারণ জ্ঞান মডেল টেস্ট-(১.০) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ১০০টি মানসম্পন্ন এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় প্রাসঙ্গিক সাধারণ জ্ঞান বিষয়গুলো দক্ষতার সঙ্গে বুঝতে এবং দ্রুত সমাধানে অভ্যস্ত হতে সহায়তা করবে। প্রশ্নগুলো সাজানো হয়েছে পাঠ্যবই ও পরীক্ষার সর্বশেষ মান অনুসারে।
📘 পর্ব: সাধারণ জ্ঞান (১.০)
📌 বিষয়: নার্সিং ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান
🕒 সময়: ১ ঘন্টা
🎯 উপযোগী: বিএসসি ও ডিপ্লোমা নার্সিং ভর্তি প্রস্তুতি